নান্দাইলে সাড়ে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে করোনা পরিস্থিতিতে হত দরিদ্র, কর্মহীন, অসচ্ছল সাড়ে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘আমরা চর বেতাগৈর ইউনিয়নবাসী’ নামে একটি ফেসবুক গ্রুপ।
শনিবার (৯ মে) উপজেলার ১৩ নম্বর চর বেতাগৈর ইউপির আনোয়ারুল হোসেন খান চৌধুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চর বেতাগৈর ইউপির ৯ টি ওয়ার্ডের অসহায় ৭ শ' পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি মুড়ি উপহার হিসেবে দেয়া হয়। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেককে একটি করে মাস্ক ও স্যানিটাইজার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও আবদুর রহিম সুজন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক ফরিদ আহমেদ, মো. আলা উদ্দিন আকন্দ (নাজিম), শামীম আল মামুন,, ১৩ নম্বর চর বেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সরকার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাদেক, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম শাহিন, সাজ্জাদ হোসেন সজিব সিনিয়র অফিসার জনতা ব্যাংক, ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এরশাদুল করিম রাসেল, জালাল উদ্দিন মাস্টার, আবুল কালাম আজাদ, রেজাউল আহমেদ রিপন প্রমুখ।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে করোনায় অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালে ব্যাপক সাড়া জাগে। প্রবাসীসহ এলাকার চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিত্তবানরা এগিয়ে আসেন। সবার সহযোগীতায় সাড়ে ৭শ' পরিবারের মুখে হাসি ফুটাতে পেরে ফেসবুক গ্রুপটির কর্তৃপক্ষ নিজেদের ধন্য মনে করছেন। দেশের এ ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে দাঁড়াতে সবার এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ১৩ নম্বর ইউপির হত দরিদ্র, কর্মহীন, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শ্রম, মেধা, উৎসাহ-উদ্দীপনা দিয়ে অনুপ্রাণিত করেছেন বখতিয়ার খিলজি, হারুন অর রশিদ, অস্ট্রেলিয়া প্রবাসী ইমদাদুল হক রুবেল, জোনায়েদ লেনিন, ইঞ্জিনিয়ার সাদিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।