ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


বন্ধ থাকবে ময়মনসিংহ নগরীর দোকানপাট ও শপিংমল


৯ মে ২০২০ ২১:৫৪

ছবি সংগৃহীত

সরকারি ভাবে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত হলেও করোনা প্রতিরোধে বন্ধ থাকবে ময়মনসিংহ নগরীর দোকানপাট ও শপিংমল।

শনিবার দুপুরে (৯ই মে) সিটি করপোরেশন হলরুমে ময়মনসিংহ চেম্বার অব কর্মাসের সাথে দোকান মালিক সমিতির বৈঠকের পর বন্ধ এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম।

তিনি বলেন দোকান মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল আগামী ঈদ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বিষয়টি তদারকির জন্য চেম্বার অব কমার্সের একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলেও জানান তিনি।