ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনা: জামালপুর কারাগার থেকে ১৪ বন্দির মুক্তি


৯ মে ২০২০ ০১:৪৫

করোনাভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দী চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফ করে জামালপুর জেলা কারাগার থেকে ১৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জামালপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু দণ্ডে দণ্ডিত ওই বন্দীদের মুক্তি দেওয়া হয়। 

জেল সুপার মো. মকলেছুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দী ঘনত্ব কমাতে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) প্রদত্ত ক্ষমতা বলে ১৪ বন্দীর অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। 

জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৯ জন বন্দীর নামের তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়। তার মধ্য থেকে ১৪ জনকে মুক্তি দেয়া হয়েছে। গত ২ মে আরও দুই বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। 

বর্তমানে জামালপুর জেলা কারাগারে ৩৩১ জন বন্দীর ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দী রয়েছে ৪৮১ জন।