ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


ময়মনসিংহে সমাজ সেবার উদ্যোগে হিজড়াদের মাঝে ত্রান বিতরণ


৭ মে ২০২০ ০৫:১১

ছবি সংগৃহীত

ময়মনসিংহে তিন শতাধিক হিজড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম প্রাঙ্গনে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক জনাব তাহমিনা আক্তার এবং জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ'এর উপপরিচালক জনাব আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহসহ জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

বিভাগীয় কমিশনার সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে নিরাপদে থাকার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ পর্যন্ত শহস্রাধিক কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তাসামগ্রী বিতরণ করা হয়েছে।