ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত


৫ মে ২০২০ ২৩:৫৮

প্রতিকি

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা লেগে অপর ট্রাকের সহকারী শরিফুল ইসলাম (৩৬) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার আহম্মেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল রাজশাহী জেলার বাগমারা থানার মুগাইপাড়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজোয়ান আহমেদ জানান, মঙ্গলবার সকালে পাবনা থেকে নাটোর গামী মালবোঝাই একটি ট্রাক আহম্মেদপুর কলেজের সামনে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়েছিল।

এ সময় বিকল ট্রাকটিকে একই দেখতে আসা অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার শরীফুল ঘটনাস্থলেই মারা যায়।