ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


রংপুরে থানা লকডাউন ওসি করোনা আক্রান্ত


৪ মে ২০২০ ২১:১৭

ছবি সংগৃহীত

রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি করোনা আক্রান্ত হওয়ায় থানা এবং ওসির বাসভবন লকডাউন করা হয়েছে। থানার কার্যক্রম আপাতত থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুরে রবিবার নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কাজ পাশের দুটি ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে থানাও আপাতত লকডাউন থাকবে। ওসির সংস্পর্শে আসা কোনো ব্যক্তি কিংবা থানার যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য থানার সকলকে নিরাপদ ও সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে রোববার রংপুর মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় রংপুর জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২ জনে। এরমধ্যে চার জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৬ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।