ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মানিকগঞ্জে ১০০ শয্যার কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম শুরু


৩ মে ২০২০ ০৫:৩৭

ছবি সংগৃহীত

করোনার মহামারী থেকে মানিকগঞ্জ বাসীদের রক্ষার জন্য একটু দেরিতে হলেও আইসিইউ সহ ১০০ শয্যার কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়েছে।

২ই মে শনিবার মানিকগঞ্জ সদর হাসপাতালের পুরাতন ভবনে এই কার্যক্রম শরু করা হয়। হাসপাতালে দুটি আইসিইউ শয্যা, ৭৬ জন চিকিৎসক ও ৯০ জন নার্স প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো দক্ষ জনবলের অভাব রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আখন্দ ।

উল্লেখ্য, জেলায় ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।