ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজশাহীতে আরও একজন করোনা রোগি শনাক্ত


৩ মে ২০২০ ০২:৫৩

ছবি প্রতীকী

রাজশাহীতে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজে র (রামেক) ল্যাবে আব্দুল কাদের (২৮) নামের এক যুবকের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। শনিবার রাতে পরীক্ষার ফলাফলে প্রকাশ করা হয়। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

নতুন আক্রান্ত যুবকের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। এ নিয়ে এ উপজেলায় দুইজন করোনায় আক্রান্ত রোগি পাওয়া গেল।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, শনিবার রামেকের ল্যাবে ৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৮০ জনের নেগেটিভি এবং একজনের পজেটিভি এসেছে।

রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫ জন। এর মধ্যে পুঠিয়ায় ৫ জন, মোহনপুরে ৪ জন, দুর্গাপুরে ২ জন, পবায় ১ জন, বাঘায় ১ জন, বাগমারায় ১ জন ও তানোরে ১ জন। এ পর্যন্ত রাজশাহী নগর এবং জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলায় করোনা রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য দপ্তরের সূত্রমতে, শুক্রবার পর্যন্ত রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ১০৭ জনের মধ্যে রাজশাহীতে ও নাটোরে দুইজনের মৃত্যু হয়েছে। আর বগুড়ায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন দুইজন। বাকিরা হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত।

সূত্রমতে, রাজশাহী বিভাগে শুক্রবার পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এ জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়ায় শনাক্ত হয়েছে সংখ্যা ২১ জন। এছাড়াও নওগাঁয় ১৭, রাজশাহীতে ১৪, পাবনায় ১০, নাটোরে ৯, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ২ জন করে।