ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


নিজ উদ্যোগে ১৫৫ প্যাকেট ত্রাণ দিলেন আবদুল রাজ্জাক


১ মে ২০২০ ২১:৫৬

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে দেশে যখন সব কিছুতে লকডাউন চলছে। ঠিক সেই সময় অসহায়,গরিব ও দুঃখি মানুষের পাশে দাড়িছেন ১৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড এর সহ- সভাপতি হাজী মোঃ আবদুল রাজ্জাক।

শুক্রবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের পাশে নুরানী মসজিদ রোডে নিজ বাসভবনে সামনে থেকে তিনি অসহায় মানুষদের নিজ হাতে ত্রাণ তুলে দেন। এই সময় তিনি মানুষের কষ্ট কথা আবেগ প্রবণ হয়ে যান।

আবদুল রাজ্জাক নতুনসময়কে বলেন, আমি গরিব দুঃখি মানুষের জন্য সব সময় কাজ করে থাকি।রোজার মাসে তাদের এই কষ্ট কথা শুনে আমি ধৈর্য ধরতে পারনি। তাই আমার নিজ উদ্যোগে ১৫৫ প্যাকেট ত্রাণ দেওয়া চেষ্টা করছি। আল্লাহ্ আমাকে অনেক দিয়েছেন। আমি আর কিছু চাই না। এখন আমার একটাই চাওয়া আওয়ামী লীগের হয়ে দলের জন্য কিছু একটা করতে চাই।

তিনি বলেন, আমি এর আগে আমাদের ভাই দের সাথে মিলে প্রায় ৬৬টি পরিবারকে ত্রাণ দেই। আল্লাহ্ তালা রহমতের হলে আমি সবসময় এই ভাবে মানুষের সেবা করে যাবো।

আওয়ামী লীগের একজন সৎ এবং যোগ্য কর্মী হয়ে জনগণের সেবা করে যেতে চাই।