ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


কেরানীগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণ, নিহত ১


৩০ এপ্রিল ২০২০ ১৯:০৫

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চারতলায় বৃহস্পতিবার ভোর ৪টায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুই নারীসহ আরও ১১ জন। বিস্ফোরণের প্রকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে তৃতীয় তলার দু’টি ফ্ল্যাটের দেয়াল উড়ে যায়।

স্থানীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানায়, এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না এখুনি কিছু বলা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চার তলায় ১০/১২ জন শিবিরকর্মীরা থাকতো। বিস্ফোরণের পরপর বাড়ির মালিক আবুল হোসেন ও শিবিরকর্মীরা পালিয়ে গেছে। তারা আরো দাবি করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রুমের আসবাবপত্র আগুনে পুড়ে যেত। তাছাড়া রুমের গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। বোমা বিস্ফোরণ না হলে আশপাশের ২৫ টি বাড়ি ক্ষতি হতো না।