ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


আশুলিয়ায় কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে করোনা রোগী


৩০ এপ্রিল ২০২০ ০৩:০৭

ছবি সংগৃহীত

আশুলিয়া থেকে করোনা পজেটিভ সাগর নামে এক যুবককে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার আশুলিয়া জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, করোনা পজেটিভ সাগর নামে ওই যুবক কাজের সন্ধানে নাটোরের সিংড়া থেকে আশুলিয়ার জামগড়া এলাকায় আসছিল, গত তিনদিন আগে নাটোরের সিংড়ায় করোনা পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, নাটোরের সিংড়ার এর এএএস পি সার্কেল এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই যুবককে খুঁজে বের করি এবং তার ফোন নাম্বারে ফোন দেওয়াতেই ওই যুবক আমাকে জানায় সে জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে রয়েছে।তিনি আরো জানান, এখানে ওই যুবকের থাকার জায়গা ম্যাচ বাসাবাড়ি কিছুই নেই। নেই তার মা-বাবা আত্মীয়-স্বজন কেউ। আমি এবং আমার টিম এসআই সেলিম রেজা সাগর নামে ওই যুবককে খাওয়ানোর ব্যবস্থা করলাম এবং সাধ্যমতো সহায়তা দিলাম এবং সাহস দিলাম তোমার কিছুই হয়নি এবং সাভার মেডিকেল অফিসার ডাক্তার জনাব সায়েম এবং ডাক্তার জনাব মিঠু ভাইয়ের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স এনে তাকে কুয়েত মৈত্রী হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। যুবকটি শুধু বললো স্যার এখানে আমার কেউ নেই আপনারাই আমার মা বাপ। তার কথা চোখে কান্না চলে আসলো। আল্লাহর কাছে আমার প্রার্থনা করি সাগরকে হেফাজত করুন এবং দ্রুত সুস্থ করে দেন। বিভিন্ন জেলা থেকে কাজের
এরকম অনেকেই শিল্পাঞ্চল আশুলিয়ায় ঘুরে বেড়াচ্ছে করোনা পজেটিভ নিয়ে দয়া করে ঘর থেকে বাহির হবেন না।