ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


সিংড়ায় হতদরিদ্রের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ


৩০ এপ্রিল ২০২০ ০০:৩৬

ছবি সংগৃহী

নভেল করোনা ভাইরাসের কারণে সিংড়ায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী, হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি'র নির্দেশে ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা'র সহযোগিতায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মী।

মঙ্গলবার মধ্যরাতে ( ২৮ শে এপ্রিল) বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক শতাধিক পরিবারের মাঝে চাউল , ডাল, বেসন, আলু , লাউ, মিষ্টি কুমড়া, বাঁধা কপিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম,সিনিয়র সহ সভাপতি আসিফ নেওয়াজ আগুন, সহ সভাপতি অভি কুমার, সিংড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান প্রমূখ, চৌগ্রাম ইউপি, চেয়ারম্যানের সহযোগিতায় উপহার প্যাকেট বিতরণ করেন এই ছাত্রলীগ নেতারা।

আসিফ নেওয়াজ আগুন ও অভি দেব, জানান, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো পরিস্থিতিতে মানুষের দোরগোঁড়ায় গিয়ে বিভিন্ন সেবা প্রদান করে আসছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব সময় মাঠে আছি থাকবো।

রবিন খান, ও শাহিন আলম, জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই মাঠ পর্যায়ে নানা সেবা দিয়ে আসছে সংগঠনের নেতাকর্মীরা।

তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় খাদ্য সহায়তা প্রদান করছে এবং সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে আসছে। এর অংশ হিসেবেই আমরা মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় ও চৌগ্রাম ইউনি,পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা'র সহযোগিতায় চৌগ্রাম,ছোট চৌগ্রাম,নিমাকদমা,তেরবাড়িয়া,বড়িয়া,স্থাপনদিঘী,পাঁরেড়া এলাকাসহ আশপাশের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও এ সহায়তা কর্মসূচি অব্যাহত রাখবো।