রূপগঞ্জে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবরে বাড়িটিকে লকডাইন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাছুমাবাদ দিঘিরপাড় এলাকায় আব্দুল মান্নান আকন্দর বাড়িটি লগডাইন করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্থানীয় পুলিশ। এসময় কর্মকর্তারা ১৪দিনের জন্য বাড়ির সকল সদস্যকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জাহেদ আকন্দ জানান গত বুধবার ভোর রাতে তার মেঝো ভাই ইব্রাহিম (৩৫) স্বাভাবিক ভাবেই মৃত্যুবরণ কওে এবং তাকে দাফনও করা স্বাভাবিকভাবে। ইব্রাহিমের মৃত্যুকে এলাকাবাসী স্বাভাবিকভাবে না দেখে করোনায় মারা গেছে বলে আলোচনায় নিয়ে আসে। এলাকাবাসীর মধ্যে গুনজন শুরু হলে উপজেলা স্বাস্থ্য কর্মীরা পরিবারের সকল সদস্যকি পরীক্ষার কথা বলেন। তখন এলাকাবাসীর চাপের মুখে তাদের পরিবারের ৫জনকে শরীর পরীক্ষা করার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সকলের স্বাস্থ্য পরীক্ষার করে তাদের বাড়িতে থাকতে বলেন। কিন্তু আজ হটাৎ স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন ও ভুলতা ফাঁড়ির পুলিশ এসে আমাদের সবাইকে ১৪দিন বাড়িতে থাকতে বলেন। এবং বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানান। কিন্তু কি কারণে থাকতে বলেন তা আমাদের জানানো হয়নি।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলী জানান, মাছুমাবাদ দিঘিরপাড়া এলাকার আকন্দর পরিবারের লোকজনের শরীরে করোনা ভাইরাস পাওয়ায় বাড়িটিকে লগডাউন করা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সাইদ আল মামুনকে মোবাইলে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি।