ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে পুলিশের মৃত্যু

এবার করোনার ভয়াবহ থাবায় প্রাণ গেল ঢাকার এক পুলিশ সদস্যের। মারা যাওয়া ঐ পুলিশ সদস্য ঢাকার ওয়ারি থানার কনস্টেবল ছিলেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ওয়ারি জোনের ডিসি। কনস্টেবলের নাম মোহাম্মদ জসিম (৪০)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, করোনায় পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত সারা দেশে পুলিশের ৩৯২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত পাঁচ দিনে সারাদেশে ১৭৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। গত ২৩শে এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিলো ২১৮। তা বেড়ে আজ দাঁড়িয়েছে ৩৯২ জনে। জানা যায়, আক্রান্তের অর্ধেকের বেশি ঢাকা মহানগরীতে।
মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন (৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।