ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক


২৮ এপ্রিল ২০২০ ২১:৪১

ছবি সংগৃহীত

ময়মনসিংহ জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে এক শোক বার্তায় এ তথ্য জানান, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান। শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের প্রকৌশল জগতে অনন্য ব্যক্তিত্ব ছিলেন জামিলুর রেজা চৌধুরী। একাধারে তিনি গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী ছিলেন। একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন দেশবাসী তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে প্রকৌশল ও শিক্ষাক্ষেত্রে যে শূণ্যতা সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।