লিফটের নিচ থেকে ডাক্তার এম এ আজাদের লাশ উদ্ধার

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে ডাক্তার এম এ আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ডা. এম আজাদ ছিলেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেলের সহকারী অধ্যাপক ও বার্ন ইউনিটের প্রধান। মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে মরদেহটি উদ্ধার কর করা হয়। বরিশাল কোতয়ালি মডেল থানার এসি মো. রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।