ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ভোলায় বহিষ্কার হয়নি চাউল চোর যুবলীগ নেতা মনির


২৮ এপ্রিল ২০২০ ০৩:৫৭

ছবি সংগৃহীত

ভোলার লালমোহনে যুবলীগ নেতার বাড়ি থেকে ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। চাল চুরিরর অভিযোগে ২৬ এপ্রিল যুবলীগ নেতা মনির মাতব্বরকে আসামি করে মামলা করেছে উপজেলা প্রশাসন, এই ত্রানের চাউল চোরের বিরুদ্ধ এখনও কোন প্রকার ব্যাবস্থা নেয়নি কেন্দ্রীয়যুবলীগ, চুরির দায়ের মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই যুবলীগ নেতা, এখনও পুলিশ দৃত করেনি এমপি শাওনের সপথ অমান্যকারী চাল চোর যুবলীগ নেতা মনির মাতাব্বরকে,
ভোলা, লালমোহনের নির্বাচিত এমপি দ্বীপ-বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন যেখানে ত্রাণের চাউল চুরি না হওয়ার জন্য ইতিপূর্বে লালমোহন উপজেলার বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার এবং নেতাকর্মীদেরকে শপথ করান। ঠিক তখন সেই শপথ উপেক্ষা করে আবার সেই চাউল চুরীর মত নিকৃষ্ট অপরাদ করলেন ওএমএস ডিলার মনির মাতাবর। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক। বিগত ২৫/৪/২০ ইং দুপুর অনুমান ৩ ঘটিকার সময়, লালমোহন উপজেলা নিবার্হী অফিসার এবং খাদ্য অফিসার সহ লালমোহন থানার কর্তব্যরত পুলিশসহ, মনিরুল ইসলামের সৈনিক বাজারের বসতঘর হইতে ১২ বস্তা চাউল উদ্ধার করেন। মনির মাতাব্বর পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অতঃপর পুলিশ বাড়ি থেকে চাউল জব্দ করিয়া আনার পর লালমোহন থানায় তার বিরুদ্ধে রেগুলার মামলা দায়ের করেন। কিন্তু এখনো আসামি মনির মাতাব্বর পলাতক আছে। বিগত ২৬/৪/২০ দুপুর অনুমান ১২ টার সময় ইউএনও লালমোহনকে ত্রানের চাউল থেকে বঞ্চিত অসহায় ৭/৮ জন বৃদ্ধা এসে , মনির মাতাব্বর, এর বিরুদ্ধে চালের অভিযোগ তোলেন, তাহাতে ইউএনও লালমোহন তাহার বিরুদ্ধে রুজু কৃত মামলার বিষয় জানান, এবং ওয়েম এস ডিলারশিব বাতিল করিবেন বলিয়া আস্বাস্ত করেন। স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা ভোলা নিউজে বলেন চাউল চুরির মতো নগ্ন অপরাধীকে সংগঠন থেকে বহিষ্কার করা হোক, এবং এর তীব্র নিন্দা জানায়।