ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা পেলেন না করোনা রোগী


২৭ এপ্রিল ২০২০ ২৩:৪৭

চাঁদপুর সরকারি হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়ে যাওয়া এক করোনা রোগীকে ধরে আনলো পুলিশ। গতকাল রোববার রাতে ফরিদগঞ্জ থানার পুলিশ উপজেলার উত্তর চর বড়ালি এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার ঢাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে ফরিদগঞ্জে নিজ বাড়িতে আসেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। তিনি ঢাকায় মগবাজারে মুদি ব্যবসা করতেন। কিন্তু বাড়ির লোকজন তাকে ঘরে প্রবেশ করতে না দেওয়ায় তিনি চাঁদপুর সদর হাসপাতলে চলে যান। হাসপাতালের চিকিৎসক তার রিপোর্ট দেখে ওইদিনই আইসোলেশন ইউনিটে ভর্তি করায়। কিন্তু ইফতারের আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিন বলেন, ‘ইফতারের কিছুক্ষণ আগে সংবাদ পাই ইব্রাহিম নামে একজন করোনা পজিটিভ রোগী চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে পালিয়েছে। খবর পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হই। পরে তাকে ফরিদগঞ্জের উত্তর চর বড়ালি হাজী বাড়ির বাগান থেকে উদ্ধার করি।’