ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


মোহনপুরের ঝাল-পুকুরিয়া আদিবাসী পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ


২৭ এপ্রিল ২০২০ ২২:২৫

ছবি সংগৃহীত

আজ ২৭ শে এপ্রিল (সোমবার) রাজশাহীর মোহনপুর থানাধীন ঘাসিগ্রাম ইউনিয়নের ঝাল-পুকুরিয়া আদিবাসী পাড়ায় "রূপসী পল্লী বাংলাদেশ" এর পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঘাসিগ্রাম ইউনিয়নের ঝাল-পুকুরিয়া একটি আদিবাসীপাড়া। এখানে প্রায় আদিবাসী সম্প্রদায়ের ৪৫ ঘর মানুষ বসবাস করে এবং সবকটি পরিবার দিনমজুর। তারা প্রতিদিন কায়িক পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করে। করোনা ভাইরাস জনিত কারণে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের অধিকাংশ পরিবারের লোকজন বেকার হয়ে পড়েছে। এমন সময় "রূপসী পল্লী বাংলাদেশ" প্রতিষ্ঠানটি তাদের মাঝে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী পেয়ে তারা স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি এবং ঘাসিগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু ও "রূপসী পল্লী বাংলাদেশ" প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।