পাবনায় মসজিদে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

পাবনা সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়নে টিকুরী পশ্চিম পাড়া জামে মসজিদে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আনারুল বিশ্বাস, আব্দুল আওয়াল, ও আঙ্গুরা খাতুন।
জানা গেছে, প্রাণসংহারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে রমজান মাসে তারাবি নামায পড়ার উপর সরকার যে ঘোষণা/জারি করেছেন তা নিয়ে গত বৃহস্পতিবার মাগরিব নামায পর টিকুরী পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটি ও স্থানীয় মুসল্লিদের মাঝে মত বিনিময় হয়। এ সময় মসজিদ কমিটি বলে যেহেতু বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ সরকার তারাবি নামায পড়ার যে ঘোষনা/জারি করেছেন সেই অনুযায়ী শরীরিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ১২ জনকে নিয়ে আমরা সূরা তারাবি নামায পড়বো। এদিকে স্থানীয় মুসল্লিরা বলেন আমরা কিছু জানি না, আমাদের এলাকার পুরো মুসল্লিদের নিয়ে খতম তারাবি নামায পড়াতেই হবে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির হয়।
এর জের ধরে গত শনিবার ইফতারের পর সোলে, তার ভাই সাদেকসহ ভাড়াকৃত সন্ত্রাসীদের এনে মসজিদের লাইট ভাঙচুর করে এবং মনিরুল বিশ্বাস ও আনারুল বিশ্বাস আনাই নামে ব্যক্তির বাড়িতে ভাংচুর ও নগদ টাকাসহ সোনা অংলকার লুটপাট করে। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মহিলাসহ তিনজন আহত হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত আঙ্গুরা খাতুন নামে এক মহিলাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছেন।