কক্সবাজারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়া থেকে রবিবার বিকেলে রাশেদা আক্তার রিফা (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদা ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার সোহেল রানার স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক কলহ লেগেই থাকতো পরিবারে। রোববার সকাল থেকে দরজা না খোলায় পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে রাশেদার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।