ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনার প্রভাবে রাজশাহীতে নেই ইফতার পার্টি


২৬ এপ্রিল ২০২০ ২৩:৩৬

ছবি প্রতিকী

প্রতি বছরেই পবিত্র মাহে রমজান মাসে নানা আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এবার প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাজশাহীর কথাও ইফতার পার্টির আয়োজন করা হয়নি।

রাজশাহীর মুসলিম ধর্মীয়রা মনে করছেন, ইফতার পার্টির আয়োজন করলে অসংখ্য মানুষ একত্রিত হয়ে জনসমাগম সৃষ্টি হবে। এসময় একে অপরের সাথে কৌশল বিনিময় করার সময় করোনার প্রভাব বিস্তারে অনেকেই করোনায় আক্রান্ত হবেন। এতে করে রাজশাহীর ব্যাপক মানুষের প্রাণহানি ঘটার সম্ভবনা রয়েছে ।

তাই রাজশাহীর মানুষ নিজ নিজ অবস্থানে থেকেই ঘরে ঘরে ইফতার করার স্বীদ্ধান্ত নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে এপর্যন্ত রাজশাহীর ৮ জনসহ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯৯৪ জন। আর এতে মারা গেছেন ১৪০ জন।

উল্লেখ্য, বিগত বছরে রমজান শুরুর দিন থেকেই সরকারি বড় সংস্থাগুলো ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। সরকারি দল, বিরোধী দলসহ ছোট বড় রাজনৈতিক দলগুলোর ইফতার মাহফিল চোখে পড়ার মতো। র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, দুদক, সাংবাদিক সংগঠনগুলো, প্রেসক্লাব, কাস্টমস ইনটেলিজেন্সসহ অনেক সংস্থা ইফতার আয়োজন করে আগেভাগেই কার্ড বিতরণ শুরু করে। কিন্তু এবার এখন পর্যন্ত কোনো সংস্থাই ইফতার কার্ড বিতরণ করেননি।