রূপগঞ্জে ২৫০টি পরিবারের হাতে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ
২৫০টি গরীর ও অসহায় দরিদ্র ও দুস্থ্য পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোলাকান্দাইল ৫নং ওয়ার্ড নিলভিটা স্কুল মাঠ এলাকায়। জামাল উদ্দিন মেম্বারের নেতৃত্বে সমাজ সেবক গোলজার হোসেন ভুইয়া ও রিপন ভুইয়ার সহযোগিতায় ত্রাণ বিরতণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আজহার আলী। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিনের নেতৃত্বে দেশে দু’যোগের সময় তার নিজ এলাকায় দলমত নির্বিশেষে মানবতার সেবায় গরীর, অসহায়, দরিদ্র ও দুস্থ্যদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দেন তিনি। ফলে সে ওয়ার্ডবাসীর কাছে আরো জনপ্রিয় হয়ে উঠে বলে মন্তব্য করেন ত্রাণ পাওয়া পরিবারের অনেকেই। এসময় সে প্রতিটি পরিবারকে ৫কেজি চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল আধা কেজি ছোলা বুট ও ১কেজি মুড়ি তুলে দেন।
এলাকার সচেতন মহল মনে করেন, এ দু’দিনে মানবতার সেবায় জামাল উদ্দিন মেম্বার মত সমাজের সকল বিত্তবানরা যদি এগিয়ে আসে তা হলে আজ আমাদের দেশের সকল গরীর ও অসহায় মানুষের মুখে হাঁসি ফুঁটবে। ত্রাণ বিতরণ শেষে জামাল মেম্বার বলেন, সরকারী ত্রাণ আমি
সঠিকভাবে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি। আজ সমাজের গোলজার ভুইয়া ও রিপন ভুইয়ার সহযোগিতায় এই সাহায্য করেছি, আমার অঢেল অর্থ থাকলে জাতীর এই র্দুদিনে এলাকার সকল গরীর ও অসহায় মানুষের সহযোগিতা করতে পারতাম। এ ত্রাণ বিরতণকালে উপস্থিত থাকেন সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ ও সুমন মজুমদারসহ এলাকার আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ।