ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


রংপুর পীরগাছা খাদ্যের ইন্ধনকারী বিএনপি দুই নেতা আটক


২১ এপ্রিল ২০২০ ২১:০১

ছবি সংগৃহীত

অতিরিক্ত খাদ্য দেবার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ইন্ধন দেবার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি নেতা ও ইউপি সদস্য সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ মিয়া এবং রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের জেলা সম্পাদক সিরাজুল ইসলাম কর্মহিন মানুষকে খাদ্য সামগ্রী দেবার কথা বলে বিভিন জনের কাছে ২/৩ শ করে টাকা নিয়েছে ।

খাদ্য দিতে না পারায় কর্মহীন মানুষেরা তাদের চাপ সৃষ্টি করলে তারা দুজন মানুষদের সড়ক অবরোধ করে বিক্ষােভ করার ব্যাপারে ইন্ধন দেয়। তাদেরই ইন্ধনে সোমবার পীরগাছা উপজেলার কদমতলী এলাকায় সড়ক অবরাধ করে বিক্ষােভ করে শতাধিক কর্মহীন মানুষ। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্রণ আনে ।

কর্মহীন মানুষেরাই পুলিশকে জানায় ইউপি সদস্য ফিরোজ মিয়া ও সিরাজুল নামে দুই ব্যক্তি তাদের বিক্ষােভ করলে বেশী খাদ্য পাওয়া যাবে। তাই তারা সড়ক অবরাধ করে।

এ ব্যাপার পীরগাছা থানার ওসি রেজাউল করিম আরো জানান কর্মহীন মানুষকে দিয়ে সড়ক অবরোধ করার ইন্ধন দেবার অভিযাগে দুজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।