কোয়ারেন্টাইনে যেতে বলায় হামলা, আহত ১৫

কক্সবাজার সদরের খুরুশকুল দক্ষিণ হিন্দু পাড়ায় সদ্য চট্টগ্রাম ফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি মেম্বার মাখন দে’র নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছে। আর ভাংচুর করা হয়েছে কয়েকটি বসতবাড়িও। গত ১৬ এপ্রিল এঘটনা ঘটানোর পর উল্টো হামলার শিকার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানি করে যাচ্ছে মাখন মেম্বার ও তার লোকজন। অভিযোগে জানা যায়-খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ও দক্ষিণ হিন্দু পাড়ার বাসিন্দা মাখন দে-এর কাকাতো ভাই আয়ন দে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। যেহেতু চট্টগ্রামে করোনা আক্রান্ত বেশ কয়েকজন রোগি পাওয়া যায় সেজন্য আয়ন দে ও তার পরিবারের লোকজনকে সরকারী নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ জানান স্থানীয় লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মেম্বার মাখন ও তার পরিবারের লোকজন। এক পর্যায়ে মেম্বার মাখনের নেতৃত্বে হামলা চালানো হয় পাশ^বর্তী মৃত মিলন দে-এর পরিবারের লোকজনের উপর। এতে বাধা দিতে গিযে আহত হয়েছে স্থানীয় ননী গোপাল দে’র পুত্র শ্রীধন দে, তার পুত্র সাগর দে, স্ত্রী পতি দে, প্রতিবেশী আশীষ দে, নিদীপ দে, আদর দে, রনজিত দে, আদর দেসহ প্রায় ১৫ জন। আহতদের বেশ কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শ্রীধন দে অভিযোগ করে জানান-মাখন মেম্বারের নেতৃত্বে ধারালো কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি, লাঠি নিয়ে এই হামলা চালানো হয়। এসময় বাড়ি ভাংচুরের পাশাপাশি ছিনিয়ে নেয়া হয় পান ব্যবসার প্রায় দেড় লক্ষ টাকাও। এই ঘটনার পর মাখন মেম্বার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে ভুক্তভোগীদের।