হবিগঞ্জে একদিনে ১০ জন করোনা রোগী সনাক্ত

হবিগঞ্জে একদিনে ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১ জনে।
সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এরমধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি কুমিল্লায়। তারা ধান কাটার জন্য হবিগঞ্জে এসেছেন। বাকি ৮ জন সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে এলাকায় ফিরেছেন। তাদের প্রত্যেকের রিপোর্টই সিলেট করোনা সনাক্তকরণ ল্যাব থেকে এসেছে।
এদিকে, আক্রান্ত সকলেই বর্তমানে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ফলে এলাকার মধ্যে করোনা সংক্রামণের প্রবল ঝুঁকি থাকায় প্রত্যেকটি এলাকা লকডাউন করা হবে। পাশাপাশি লকডাউন কঠোর করতে ওই এলাকাগুলোতে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান সিভিল সার্জন।
এর আগে ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হয়।