পাবনায় এমপি প্রিন্স’র নির্দেশনায় ২শ মানুষকে খাদ্য সহায়তা প্রদান

পাবনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধে বেশীর ভাগ দুর্ভোগে পড়েছেন দিনমজুরি, শ্রমিক পরিবারের মানুষ গুলো। এসব শ্রেণীর মানুষের দুর্ভোগ কাটিয়ে তুলতে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় পাবনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল নেতৃত্বে চকছাতিয়ানী মোল্লাপাড়া যুব সমাজ উদ্যোগে ২শ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় চকছাতিয়ানী মোল্লা পাড়া এলাকার একটি খোলা মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, আটা ও সাবান রয়েছে।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহ্বাজ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর আওয়ামী লীগ নেতা আরেফিন হোসেন রুবেল পাবনা পৌরসভার প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম বাচ্চু, পাবনা পৌরসভার ১৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার দেলোয়ার হোসেন দিলু নূর কনষ্ট্রাকশন প্রোপ্রাইটর মোকছেদুল আলম নয়ন, এলাকার সুশীল ও যুব সমাজ ব্যক্তিবর্গ সাংবাদিকসহ ও জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।