নারায়ণগঞ্জে করোনায় আরও এক নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক নারী মারা গেছেন। বুধবার রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ষাটোর্ধ্ব কোহিনূর বেগম।
এই নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫।
মৃত কোহিনূর বেগম ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের গাইনি ডাক্তার মিনারা সিকদারের মা।
মিনারা সিকদার নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি সপরিবারে নগরীর খানপুর এলাকায় ম্যাজিস্ট্রেট কলোনীতে বসবাস থাকেন।
জেলা স্বাস্থ্য বিভাগ কোহিনূর বেগমের মৃত্যু নিশ্চিত করে জানান, তিনি আগে থেকে কিডনি জনিতসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালসিস করানো হতো। কিন্তু করোনা আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তির পর সেখানে তিনি ডায়ালসিস করতে পারছিলেন না। বুধবার রাত ৯টার দিকে ওই হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।