করোনার উপসর্গ নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তাসহ নিহত ২

ময়মনসিংহে করোনার উপসর্গ নিয়ে পাণী সম্পদ কর্মকর্তাসহ দুইজন মারা গেছে।
বুধবার (এপ্রিল) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজন সূর্যকান্ত (এসকে) হাসপাতালে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. একেএম মশিউল আলম জানান, নগরীর গোলপুকুর পাড় এলাকার ডা. শামস জাভেদ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। দু’দিন আগে পরীক্ষা করা নমুনাতে তার করোনা শনাক্ত হয়নি। পরে বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। সে কিশোরগঞ্জের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলো।
বুধবার (১৫ এপ্রি) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মোঃ শাহজাহান নামে আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।