পাবনায় ওএমএস চাল বিতরনে অনিয়মের অভিযোগে জরিমানা

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি ও ডিলার আসলামের বিরুদ্ধে ওএম এস এর ১০ টাকা কেজির চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে দোগাছী বাজারে সরজমিনে গিয়ে দেখা যায় অসংখ্য নারী/পুরুষ ভীড় করে ডিলারের দোকান ঘিরে রেখেছে । রোববার সকাল ১১টায় এ চিত্র দেখা যায়।
ঘটনা জানতে চাইলে ভুক্তভোগীরা জানায়, প্রধানমন্ত্রীর দেওয়া ওএমএস এর ১০টাকা দরে ৩০ কেজি চাল ৫২০ জনকে দেওয়ার নিয়ম থাকলেও ডিলার আসলাম ১১৩জন কে কার্ড প্রতি ২৭/২৮ কেজি চাল দিচ্ছে। একজন কার্ডধারীর চাল ওজন দিয়ে দেখা যায় ২৮ কেজি তখনি অন্যান্য কার্ডধারীরা ক্ষিপ্ত হয়ে ডিলার কে ঘিরে ধরে পাবনা সদর ইউএনও কে ও পাবনা র্যাব-১২ কে বিষয়টি জানায় । তাৎক্ষনিক পাবনা র্যাব-১২ এর একটি টহল টিম এবং পাবনা সদর এসিল্যান্ড পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌছায়।
পাবনা সদর এসিল্যান্ড আইন শৃংখলা বাহিনী ও জনসাধারনের উপস্থিতীতে কার্ডধারীর নেওয়া চাল ওজন দিয়ে দেখে ২৮ কেজি।অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলার আসলাম কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১০হাজার টাকা জরিমানা করেন।এবং সেই সাথে ডিলারআসলাম কে সতর্ক করে বলেন ভবিষতে চাল বিতরনে কোররুপ অনিয়ম করলে ডিলারশীপ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যাদের কে (১১৩জন)চাল কোম দিয়েছেন তাদের কে ডেকে নিয়ে অবশিষ্ট চাল দিয়ে দিবেন।
এ ছাড়া উপস্থিত অন্যান্য কার্ডধারী ও সর্ব সাধারনের উদ্দেশে বলেন ডিলার আসলাম তার অপরাধ স্বীকার করেছেন। তিনি আর চাল বিতরনে অনিয়ম করবেন না তিনি যদি কোন ধরনের অনিয়ম করে তা হলে আপনারা আমাকে জানাবেন।