ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


মোহনপুরে করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসন সর্বদা সতর্ক


৪ এপ্রিল ২০২০ ২০:০০

ছবি সংগৃহীত

দেশে যখন করোনাভাইরাস এর সংকট চলছে। তখন করোনা সংকট মোকাবেলা করতে কঠোর অবস্থানে দেখা গেছে মোহনপুর থানা এবং উপজেলা প্রশাসনকে। আজ শনিবার (৪ এপ্রিল) রাজশাহীর মোহনপুরের কেশরহাটসহ ৪টি স্থানে সাপ্তাহিক হাটবার ছিল। আগের দিন শুক্রবার সকল হাটবাজার বন্ধের জন্য প্রশাসনিকভাবে ইজারাদারদের হাট বন্ধ করতে নোটিশ প্রদান করা হয়।
এছাড়াও এলাকাজুড়ে হাটবাজার বন্ধ রাখতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করে শেষরাতের দিক থেকে হাটবাজার বসানো হয় বিভিন্নস্থানে।

ভোর রাত হতে অভিযান চালান উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ। এসময় শুধুমাত্র ফার্মেসি ছাড়া সকল প্রকার দোকান বন্ধ করে দেয়া হয়।