করোনা ভাইরাসে আতংকিত নয়,প্রতিরোধে সচেতন হতে হবে: এমপি আয়েন

মোহনপুর উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য এমপি আয়েন উদ্দিন। তিনি বলেন , করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে এ ভাইরাস সংক্রমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। মরণঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। এ প্রস্তুতির অংশ হিসেবে মোহনপুর হাসপাতাল, মোহনপুর মহিলা ডিগ্রী কলেজ, নিকস্থ প্রাথমিক বিদ্যালয়ে আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট করা হয়েছে। মোহনপুর উপজেলায় বসবাসরত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত বা সনাক্ত হলেই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে আইসোলেশন ও কোয়েরেন্টাইন ইউনিট, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স চিকিৎসা সামগ্রী ও মাস্ক-পিপিই প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার আশ্বাস দেন তিনি। মোহনপুর উপজেলা আইসোলেশন কমিটি, জরুরী রেসপন্স টীম এবং কন্ট্রোল রুম সর্বদা প্রস্তুত রয়েছে। এমপি আয়েন উদ্দিন মহান আল্লাহর দরবারে মোহনপুর-পবাসহ দেশবাসীর সু-স্বাস্থ্য কামনা করেন। সকলকে নিয়মিত মুখ-হাত ধোয়া অভ্যাস করতে আহবান জানান এবং বিদেশ থেকে যারা আসবেন, তাদের বিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, অধ্যক্ষ মফিজ উদ্দিন করিবাজ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম, উপজেলাস্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবীর, ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন,উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুকতাদ্দির আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, সমবায় কর্মকর্তা আব্দুল হাকিম, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আল-
মোমিন শাহ্ গাবরু, খলিলুর রহমান, এমাজ উদ্দিন খান কাজিম উদ্দিন, দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, উপজেলার অনেক সাংবাদিক বৃন্দ। সভায় করোনা ভাইরাস বা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে ০৭২২৬৫৬০০২ অথবা ০১৭১২২৭১৩৯৭,০১৭৩০৩২৪৭০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়। এছাড়া গত ১৫ দিনের মধ্যে বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় । বৃহৎ জনগোষ্ঠির স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। ইউপি চেয়ারম্যান ও পৌর কর্তৃপক্ষের নিকট নিজ নিজ এলাকায় সতর্কতা ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয়ের উপর প্রচার মাইকিং করা, প্রয়োজনে মসজিদের মাইকের প্রচার করা যেতে পারে, নিত্যপণ্যে ও প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখা, স্কুল-কলেজ বন্ধ হওয়ার পরও যেসব শিক্ষক কোচিং বা ব্যাচে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়া হয়।