ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ


৮ ডিসেম্বর ২০১৯ ০০:৩১

ছবি সংগৃহীত

ময়মনসিংহে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদের উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর দিগারকান্দা তিতাস গ্র্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির সামনে থেকে এ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শিশুটি আনুমানিক একদিন বয়স হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।