কুষ্টিয়ায় অটো-বাসের সংঘর্ষে নিহত ৩ আহত ১

কুষ্টিয়ায় অটো ও বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে চেয়ারম্যান রোডের পাশে সড়ক দূর্ঘটনায় এ ঘটনা ঘটে। তিনজন অটো যাত্রী নিহত ও একজন আহত এর মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর বাসের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায় ও একজনকে আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি আরো জানান ঘটনাস্থলে মিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ করছে।