ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


দিনাজপুরের হিলিতে হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১


২৮ নভেম্বর ২০১৯ ০৪:৩২

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে এক হাজার বোতল ফেনসিডিলসহ মোকারম হোসেন(২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে দিনাজপুর র‌্যাব-১৩।

বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফেনসিডিল ব্যবসায়ী মোকারম হোসেন হাকিমপুর উপজেলার নওদাপাড়ার জয়মুদ্দিন হোসেনের ছেলে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের মির্জাপুর মোড়ে দিনাজপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোকারমকে এক হাজার দুই বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মোকারমকে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে বিরামপুর থানায় হস্তান্তর করেন।