ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


৮ বছর ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


২২ নভেম্বর ২০১৯ ০১:১২

দীর্ঘ ৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল জলিল মোল্লা (৪৫)। অবশেষে পুলিশের হাতে ধরা পরলেন এই আসামি।

ঘটনার বিবরণে জানা যায়, ধৃত আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ধলাই গ্রামের মোঃ আব্দুস সামাদ মোল্লার ছেলে বিআরটিসি'র বাস চালক আব্দুল জলিল মোল্লা (৪৫)। ২০০৭ সালে বিআরটিসি'র বাসের চাপায় পথচারী নিহতের ঘটনায় ২০১১ সালে পঞ্চগড় জেলা আদালত চালক মোঃ আব্দুস সামাদ কে ৫ বছরের সাজা প্রদান করে।

সাজা ঘোষণার পর থেকেই আসামি আব্দুস সামাদ মোল্লা পলাতক ছিল। এএসআই আব্দুর রহমানের অনুসন্ধানে গোপন সংবাদে জানা যায় আসামির অবস্থান। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের দিকনির্দেশনায় আসামিকে ধরতে টিম গঠন করা হয়।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে আসলাম হোসেন (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং), এএসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পাবনা জেলার বেড়া থানায় অভিযান চালায় চালায়। মঙ্গলবার রাত ২টায় পলাতক আসামি আব্দুস সামাদ মোল্লাকে বেড়ার নাকালিয়া থেকে গ্রেফতার করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, এএসআই আব্দুর রহমান এর আগেও বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। আটককৃত আসামি আব্দুল জলিল মোল্লাকে গতকাল শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।