ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মোবাইল ছিনতাইকালে আ’লীগ নেত্রীর ছেলে আটক


২১ নভেম্বর ২০১৯ ২৩:১৩

ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হয়েছেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরার ছেলে আবরার জাহিন।

মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা মোড়ে ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

আটক জাহিনের বাবা সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার আবু জাফর।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান এলাকার নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর মিস্ত্রি রামচন্দ্রপুর ও দহাকুলার মধ্যবর্তী স্থানে মোবাইল ফোনে ছবি দেখছিলেন।

এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তার হাত থেকে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালানোর চেষ্টা করেন জাহিন। সাগরের চিৎকারে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আবরার জাহিনের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।