ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আশুলিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন


১৯ নভেম্বর ২০১৯ ১২:২১

ছবি সংগৃহীত

আজ রবিবার রাজধানীর অদূরে সাভারের আশুলিয়া থানার মূল ফটকে সকাল ১১ টার সময় বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরবের ওপর ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদি ফোরাম আশুলিয়া থানা কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

এর আগে ৭ ই নভেম্বর ২০১৯ ইং তারিখ রাত আটটার দিকে জামগড়া ফ্যান্টাসিসামনে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায় হামলায় আলমগীর হোসেন নিরব গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র পাঠান।এব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং 1 নং আসামী মোহাম্মদ নাজমুল কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে অন্যান্য আসামি যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া থানা শাখার আহবায়ক মোহাম্মাদ ইয়াসিন,সদস্য সচিব মৃদূল ধর , শাহাদাৎ হোসেন সহআশুলিয়া থানায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন পোর্টালের বিভিন্ন সংবাদকর্মী বিন্দু

উক্ত হামলার শিকার বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন উপরোক্ত হামলার ঘটনার বর্ননা করে সন্ত্রাসীদের দৃস্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদকর্মীদের বক্তব্যে স্থানীয় প্রশাসন এই বর্বরত হামলার সন্ত্রাসীদের’ খুঁজে বের করে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন
এই আশাবাদ ব্যক্ত করেআর যেন এই ধরনের সন্ত্রাসী হামলার কোনো সংবাদকর্মী উপরের না হয় এই বিষয়ে বিএমএসএফ আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহবায়ক সহ কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।