ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


বরগুনায় আয়কর মেলা উদ্বোধন


১৭ নভেম্বর ২০১৯ ০১:৫৯

আয়করে প্রবৃদ্ধি, দেশ ও জনগণের সমৃদ্ধি, স্লোগান দিয়ে বরগুনায় আয়োজন করা হয়েছে আয়কর মেলা ’১৯। উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মেলা ও পুরস্কার বিতরণ ছিল আয়কর মেলার কর্মসূচি।

মেলা উপলক্ষে সকাল ১০টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ এডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্বু, বক্তব্য রাখেন বরগুনা মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের পদোন্নতিপ্রাপ্ত) তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক রাজস্ব মো: জালাল উদ্দিন,বরগুনা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আ. ছালাম, বরগুনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান জামাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, চেম্বারর্স অফ কমার্সের প্রতিনিধি দিলিপ কর্মকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-কর কমিশনার বিদ্যুৎ শিকদার।

নতুনসময়/আইকে