কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ২

কুমিল্লার বুড়িচংয়ে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কক্সবাজার জেলার সদর উপজেলার বাহারচর গ্রামের মতি সওদাগরের ছেলে সৈয়দ হোসেন (২০)। আজ বুধবার (১৩ নভেম্বর) ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কোরপাই পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়- কক্সবাজার থেকে ছেড়ে আসা মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুনসময়/আইকে