সিরাজগঞ্জে কাটাখাল পুনঃখনন কাজের উদ্বোধন ও কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থা কমিটির আয়োজনে দেশের '৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃ খনন ' কাজের অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের কাটাখাল পুনঃ খনন কাজের উদ্বোধন ও সিরাজগঞ্জ পৌরসভার কার্যক্রমের সমন্বয় সভা করা হয়েছে।
শনিবার (৯ নবেম্বর) সকাল ৯ টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজের নিচে কাটাখালের পুনঃখননের শুভ উদ্বোধনের ফলোক উন্মোচন করেন এবং সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌরসভার হল রুমে কার্যক্রমের সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের কৃতিসন্তান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে এ কাটা খালের পুনঃ খনন কাজ অব্যশই শেষ করতে হবে। সমন্বয় সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ড- রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, বগুড়া'র তত্বাবধায়ক প্রকৌশলী তারিক আব্দুল্লাহ -আল -ফায়েজ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী প্রমুখ ।