ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


জঙ্গল থেকে রক্তাক্ত নারী উদ্ধার


২ নভেম্বর ২০১৯ ০৪:৪৮

বরিশালের বাবুগঞ্জের একটি জঙ্গল থেকে এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ভূতেরদিয়া কলেজ সংলগ্ন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম পুতুল। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুতুলের (৪৮) বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, এক নারীর গোঙানির শব্দ শুনে পথচারিরা জঙ্গলে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, আহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নতুনসময়/আইকে