ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


প্রলোভন দেখিয়ে ধর্ষণ, বিয়ের দাবি তোলায় ছাত্রীকে বেধড়ক মারধর


২৯ অক্টোবর ২০১৯ ০৩:৩১

দিনাজপুরের বিরামপুরে পিতৃহীন এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং দৈহিক নির্যাতনে সহায়তার অভিযোগে মাসুম রানা নামে একজনকে সোমবার আটক করেছে স্থানীয় থানা পুলিশ। ধর্ষকের বাড়ি গিয়ে বিয়ের দাবি জানানোয় ওই ছাত্রীকে মারপিট করেন ধর্ষকের অভিভাবকেরা। এ ঘটনায় থানায় মামলা করেছেন নির্যাতিতা ছাত্রী।

মামলা সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার শৈলান গ্রামের আবু বক্করের ছেলে আতাউর রহমান সাদ্দাম (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই উপজেলার পিতৃহীন এক কলেজছাত্রীর সাথে। বিয়ের প্রলোভন দেখিয়ে ৪ দিন আগে ওই ছাত্রীকে কৌশলে তার ভাগ্নের বিরামপুরের আদর্শ পাড়ায় নিয়ে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে সাদ্দাম। এর পর টালবাহানা করায় বিয়ের দাবিতে গত রবিবার সাদ্দামের বাড়ি গিয়ে অবস্থান নেয় মেয়েটি। এ সময় সাদ্দামের প্রথম স্ত্রী, পিতা-মাতা মিলে বেধড়ক পিটুনি দিয়ে তাড়িয়ে দেয় ধর্ষিতা কলেজছাত্রীকে। এ ব্যাপারে রবিবারই বিরামপুর থানায় মামলা দায়ের করেছে সে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, অভিযুক্তদের মধ্যে আদর্শপাড়া থেকে ধর্ষণে সহায়তাকারী মাসুম রানাকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে আজ সোমবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরার জোর প্রচেষ্টা চলছে।

 

নতুনসময়/আইকে