ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


শিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল গ্রেনেড-ককটেল


২৭ অক্টোবর ২০১৯ ১২:০৮

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড়ে মাটি খুঁড়ে ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে সেগুলো উদ্ধার করেছে পুলিশ।

রামপুরা গ্রামের ইনছের আলী জানান, শনিবার বিকেলে পাঁচ থেকে ছয়জন শিশু পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ নামের এক শিশু ধান কাটার কাঁচি দিয়ে পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় ককটেল ও গ্রেনেড পায়। একে একে সেখান থেকে ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড বের হয়।


পরে খেলনা হিসেবে সেগুলো ব্যবহার করতে থাকে তারা। গ্রামবাসী বোমাগুলো দেখতে পেয়ে একটি বালতির পানিতে ডুবিয়ে রাখে। পরে থানায় খবর দিলে রাতে সেগুলো উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ছয়টি ককটেল ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো পরিত্যক্ত বলে মনে হচ্ছে।

নতুনসময়/আইকে