ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


প্রেমিকের মুখে এসিড মারল প্রেমিকা


২৭ অক্টোবর ২০১৯ ০৪:৫৮

বিয়েতে অস্বীকৃতি জানানোর কারণে প্রেমিকের মুখে এসিড ছুড়ে মেরেছে ১৯ বছরের এক তরুণী। ভারতের আলিগড়ে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার কাওয়ারসি পুলিশ এলাকার জীবনগড়ে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে। এসিড সহিংসতার ছেলেটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এ ধারায় এই অভিযোগ দায়ের করা হয়।

ছেলেটির মা জানান, অভিযুক্ত তরুণীর সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল। কিন্তু এক মাস ধরে তাদের মধ্যে কথা বন্ধ। তিনি দাবি করেন, মেয়েটি বিয়ের জন্য তার ছেলেকে চাপ দিচ্ছিল এবং প্রতিদিন ফোন করে হয়রানি করত।


তিনি আরও দাবি করেন, বৃহস্পতিবার সকালে মেয়েটি তার ছেলেকে ফোন দেয়। কিন্তু ছেলে ফোন ধরেনি। পরে বাড়ির পাশে একটি দোকানে দাঁড়ানো অবস্থায় তার মুখে এসিড ছুড়ে মারে ওই মেয়ে।

তবে মেয়েটি পাল্টা অভিযোগ করেছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। মেয়েটির দাবি, ছেলেটি তাকে বিয়ের করতে চাইছিল। বিয়ে না করলে ঘনিষ্ঠ ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

জওহর লাল নেহেরু মেডিক্যাল কলেজের চিকিৎসক এসএস জাইদি জানান, এসিডে ওই তরুণের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তার চিকিৎসা চলছে।

নতুনসময়/আইকে