দুলাভাইয়ের ইয়াবা ব্যবসা সহযোগিতা করতে গিয়ে ফাঁসলেন শ্যালিকা

বরগুনার আমতলী থেকে ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাতটার দিকে ঢাকাগামী লঞ্চ এমভি ইয়াদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়া (১৬)। তারা আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আবদুল খালেক হাওলাদারের মেয়ে।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই ফয়সাল জানিয়েছেন, মিজানুর তার স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে ইয়াবা আনাতো। তারপর বিক্রি করতো। শনিবার মিজান ওই লঞ্চে ছিল। অভিযানের সময় কৌশলে স্ত্রী ও শ্যালিকাকে রেখে সে পালিয়ে গেছে। ইয়াবাগুলো তিনটি জিপার প্যাকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল বাশার জানিয়েছেন, তাদের দুই বোনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার আরও জানান, এসআই ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। তাদের মধ্যে বিথি আক্তারের বিয়ে হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের তৈয়ব আলী সিকদারের ছেলে মিজানুর রহমানের সঙ্গে। মিজানুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
নতুনসময়/এসএম