মোহনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর মোহনপুর থানাধীন বড়ইকুড়ি গ্রামের মোঃ ওবায়দুল (৩২) নামের এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গতকাল আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এস আই রাজু (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ জরুরী ডিউটি, মাদক উদ্ধার অভিযান, ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, মোহনপুর থানাধীন বজরপুরগ্রামস্থ মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের সামনে ফাঁকা রাস্তার উপরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে একজন ব্যক্তি। উক্ত সংবাদ তাৎক্ষণিকভাবে মোহনপুর থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে, তাঁর নির্দেশক্রমে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে, পুলিশ তাকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী মোঃ ওবাইদুল মোহনপুর থানাধীন বড়ইকুড়ি গ্রামের মোঃ তাসের আলীর ছেলে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমদের নিকট জানতে চাইলে তিনি বলেন, আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।