সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোচিং সেন্টার খোলা

জেএসসি ও জেডিসি পরীক্ষা সামনে রেখে কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফার্মগেটসহ রাজধানীর বেশিরভাগ এলাকার কোচিং সেন্টার খোলা রাখতে দেখা গেছে। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা তদারকও করে না সরকারের কোন কর্তৃপক্ষ। এসব কোচিং সেন্টারের লোকজন বলছেন তারা শিক্ষার্থীদের পরীক্ষাগ্রহণ ও সাজেশন পেপার দেয়ার জন্যই খোলা রেখেছেন।
কোচিং সেন্টারে ক্লাসে নেয়ার এই চিত্র শুক্রবার সকালের। ইউসিসি কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্লাস নেয়া হচ্ছে।
যদিও ২৫ তারিখ থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে সরকারের। নির্দেশনা অমান্য করেই কোচিংয়ে ক্লাস নিচেছ কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা না মেনে কেন কোচিং খোলা রাখা হয়েছে তার কোনন সদুত্তর দিতে পারেনি ইউসিসি কোচিংয়ের মালিক। ক্যামেরার মুখোমুখিও হতে চাননি।
এমন চিত্র ফার্মগেট এলাকার বেশিরভাগ কোচিং সেন্টারের। কোচিং বন্ধের সরকারি নির্দেশনার কথা জানে না অনেক শিক্ষার্থী।
তবে কোচিং সেন্টার কর্তৃপক্ষ বলছে, কোন ক্লাস নিচেছন না তারা। সরকারি নির্দেশনা মেনেই বন্ধ রাখা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা ক্লাসে কেন এমন প্রশ্নের উত্তরে নানান অজুহাত দেন তারা।
জিএসসি ও জেডিসি পরীক্ষা সামনে রেখে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্র:বৈশাখী