ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩


২৫ অক্টোবর ২০১৯ ২২:৫১

ছবি সংগৃহিত

বগুড়া-রংপুর মহাসড়কের পাকুড়তলা নামক স্থানে বাস উল্টে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল রাহবার এন্টারপ্রাইজের একটি বাস। বৃষ্টিপাতের মধ্যে বাসটি শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদেরকে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।