ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩


২৫ অক্টোবর ২০১৯ ০৬:১৯

নতুন সময়

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরিন্দা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নূরে আলম (৩০) ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত নুরে আলম রিকশা চালক এবং শহিদুল স্থানীয় একটি মিষ্টির দোকানের কর্মচারী।

কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী মেঘলায় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হন। এরপর আহতদের হাসপাতালের নেওয়ার পর আরও ১ জন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নতুনসময়/এসএম